সকল মেনু

রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ

46198রাজশহী প্রতিনিধি : ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিতে রাজশাহীতে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের দুই সদস্য গুরুত্বর আহত হয়েছেন।
আহত পুলিশ কনস্টেবল আমজাদ ও শফিকুলকে উদ্ধার করে বিজিবি। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে মহানগরীর শালবাগান এলাকার পাশে আলিফ-লাম-মিম ভাটার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।
অবরোধের সমর্থনে ছাত্রশিবির কর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর শুরু করে।
গাড়িতে থাকা পুলিশ কনস্টেবল আমজাদ ও শফিকুল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শিবির কর্মীরা তাদের ঘিরে ধরে ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
শিবির কর্মীরা পুলিশের সঙ্গে থাকা অস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top