সকল মেনু

পম্পার প্রেম গেল কারাগারে …

 কাঞ্চন কুমার,কুষ্টিয়া প্রতিনিধি : প্রেমের টানে ছয় মাস আগে ভারত ছেড়ে বাংলাদেশে এসেছিলেন পম্পা রানি (২০)। উঠেছিলেন কুষ্টিয়া জেলার বাসিন্দা প্রেমিক আমজাদ আলীর বাড়িতে। কিন্তু এতকিছুর পর তাদের ঐতিহাসিক প্রেম পূর্ণতা পেল না। দীর্ঘ ছয় মাস কারাভোগের পর আইনের গ্যাঁড়াকলে পড়ে সোমবার ভারতে ফিরে যেতে হলো পম্পাকে। আর এর মাধ্যমে ‘ইতি’ ঘটল তাদের ঐতিহাসিক প্রেমের কাহিনী।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মুখলেছুর রহমান বলেন, সোমবার সকাল দর্শনা সীমান্তের বিজিবির মাধ্যমে সোমবার বিএসএফের কাছে পম্পাকে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের খেজু মালিথার ছেলে আমজাদ আলীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার শিকারপুর কুঠিপাড়ার অসিত কুমার মণ্ডলের মেয়ে পম্পা রানি মণ্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৭ জুন ভারতের শিকারপুর দেবনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পম্পা গোসল করতে এসে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে পাসপোর্ট আইনে পম্পা রানিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top