সকল মেনু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রূপগঞ্জে ১৫ দোকান পুড়ে ছাই

 উপজেলা করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি দোকান-ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে দিকে উপজেলার তারাব হাটিপাড়া এলাকার বিশ্বরোড-যাত্রাবাড়ী সড়কের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাব হাটিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে প্রায় ৩০টি গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল। ভোর ৪টার দিকে হঠাৎ করে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এর পর পর্যায়ক্রমে আরো বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ ও ৪০ থেকে ৫০ ফুট উঁচুতে উঠে যায় আগুনের লেলিহান শিখা। এতে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরিত সিলিন্ডারের আগুন আশপাশের দোকান-পাটে ছড়িয়ে পড়ে। এতে মুদিমনোহরী, চা-পানসহ বিভিন্ন পণ্যের প্রায় ১৫টি দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানের চালক ও হেলপারের কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, গ্যাস লোড করে সিলিন্ডারগুলো পিকআপ ভ্যানে করে কোনো এক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। এছাড়া এভাবে গ্যাস বহন করা ও লোড করা সম্পূর্ণ অবৈধ। এ কারণে হয়তো পিকআপ ভ্যানটি কোন প্রতিষ্ঠানের বা এর চালক-হেলপার কে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top