সকল মেনু

আজ পে-কমিশনের রিপোর্ট পেশ

11

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আজ রবিবার বহুল আকাঙ্ক্ষিত জাতীয় বেতন স্কেলভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ সম্বলিত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পেশ করবে এ সংক্রান্ত কমিশন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনকে প্রধান করে সরকার গত বছর ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করে। এক বছর পর কমিশন তাদের প্রতিবেদন পেশ করতে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে সপ্তম পে-কমিশন গঠন করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের জুলাইয়ে সপ্তম বেতন কাঠামো ঘোষণা করে।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে গণমাধ্যমকে বলেছেন, কমিশন বাস্তবভিত্তিক এবং সময়োপযোগী যৌক্তিক একটি বেতন কাঠামোর সুপারিশ করবে বলে তিনি আশা করছেন।

এছাড়া নতুন বেতন কাঠামো আগামী অর্থবছরের জুলাই থেকে কার্যকর হবে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top