সকল মেনু

অকারণে বাড়ছে কে অ্যান্ড কিউ’র শেয়ার দর

32

হটনিউজবিডি২৪.কম,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার দর অকারণে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কয়েকদিন ধরে এ কোম্পানির শেয়ার দর বাড়ছে। দর বাড়াকে অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে- দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানির নিকট নেই।

বিশ্লেষণে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার দর গত ২ ডিসেম্বর ছিল ১৩ টাকা ১০ পয়সা। গতকাল কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। ৪ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা। এটাকে অস্বাভাবিক মনে করে ডিএসই কোম্পানিকে নোটিশ প্রদান করে।

এ পর্যন্ত কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৩ কোটি ৬৮ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top