সকল মেনু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) ভোর পৌনে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ফেরি কাবেরির মাস্টার অফিসার মো. শফিউদ্দিন আহমেদ জানান, ঘন কুয়াশায় কিছু দেখা না যাওয়ায় রোববার ভোর পৌনে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের চলাচল শুরু হবে।

এর আগে গত ১ ডিসেম্বরও একই কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকে।

###জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top