সকল মেনু

বর্ধমান কাণ্ডে জড়িত শাহনূর গ্রেফতার

11

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি এবং ডক্টর নামে পরিচিত শাহনূর আলমকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অর্থপ্রধান।

গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে শাহনূরের খোঁজ করছিল এনআইএ। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করে সংস্থাটি। গত মাসে শাহনূরের স্ত্রীকে গ্রেফতার করে এনআইএ।

ডক্টর নামে পরিচিত শাহনূর আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বসবাস করছিলেন। তাকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top