সকল মেনু

নেত্রকোনায় যুদ্ধাপরাধ মামলায় সাক্ষী-সুরক্ষা সভা অনুষ্ঠিত

পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মামলার সাক্ষীদের সুরক্ষায় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার নেত্রকোনা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

অভিযুক্তরা হলো, আতাউর রহমান ননী (৫৮) ও ওবায়দুল হক তাহেরের (৫৫)।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান এতে প্রধান অতিথি ছিলেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন।

সুষ্ঠুভাবে মামলা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ঠ সাক্ষীদের আদালতে সর্বোচ্চ সুরক্ষার সহিত উপস্থাপন-সহ তাদের নিরাপত্তা বিধান নিয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পাশাপাশি নেত্রকোনার আলোচিত শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা হত্যা-সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে গত ১২ আগস্ট ননী ও তাহেরের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাদের গ্রেফতার করা হয় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top