সকল মেনু

ফুলবাড়ীতে তেল-গ্যাস রক্ষা কমিটির সড়ক অবরোধ

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর :: দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এর্নার্জীর মত বিনিময় করার প্রতিবাদে ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। বুধবার ফুলবাড়ী এশিয়া এনার্জীর রাজরামপুর ফকিরপাড়া ওয়ার্কশপ এরিয়াতে এশিয়া এনার্জী করপোরেশনের গ্যারী লাই চীফ অপারেশন অফিসার ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন উপজেলার জনগনকে নিয়ে সকাল ১০.০০ টায় মতবিনিময় সভা শূরু করেন। এদিকে ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ৬ থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলু, ও তেল- গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব সাবেক পৌর কমিশনার এস.এম নুরুজ্জামান সকাল সাড়ে ১১ টায় তাদের মতবিনিময় সভায় গিয়ে তাদের কার্যক্রম দেখে ফিরে এসে ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে সড়ক অবরোধ করে। এতে দূরপাল­ার শত শত যানবাহন দুই ধারে অবস্থান করে অপেক্ষা করতে থাকে । ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক, পৌর মেয়র মুতুজা সরকার মানিক ফুলবাড়ী নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে । স্থানীয় জনগন এশিয়া এনার্জীর অফিসের অভিমুখে রওনা হলে ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশ্বে পুলিশ ব্যারিকেট দিলে ব্যারিকেট ভেঙ্গে গিয়ে এশিয়া এনার্জীর অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করে। পরে তেল-গ্যাস জাতীয় রক্ষা কমিটি এশিয়া এনার্জী গিয়ে হামলা ও ভাংচুর করেন। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে হামলা ও ভাংচুর শূরু করেন। এতে অফিসের ব্যাপক ক্ষতি এবং দুটি গাড়ী ভাংচুর করা হয়। অপরদিকে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত দুপুর ৩টা পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অব্যাহত ছিল।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top