সকল মেনু

টাঙ্গাইলে অবহেলায় পরে আছে কোটি টাকার কারাগার

টাঙ্গাইল প্রতিনিধি :: দেলদুয়ারে উপজেলা কারাগারটি প্রায় ২৭ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে আছে। ১৯৮৪-৮৫ অর্থ বছরে ২.০৩ একর জমির উপর প্রায় ১কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই কারাগারটি। ২০০৩ ইং সালে গণপূর্ত বিভাগ কারাগারটিকে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের কাছে হস্তান্তর করে। গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মিত এই কারাগারটি প্রথমে দু’বছর সচল ছিল। পরবর্তিতে নানা কারণে এই কারাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে আজও পর্যন্ত কারাগারটি পরিত্যক্ত অবস্থায় থাকায় পোকা মাকড়ের ঘর হিসেবে পরে আছে। গুঞ্জণ রয়েছে রাতের বেলায় এখানে নানা অনৈতিক কাজও হয়ে থাকে। অথচ নতুনভাবে এখানে অবকাঠামো তৈরি করলে একদিকে যেমন সরকারি সম্পত্তি রক্ষা পাবে তেমনি এ ভবনটিকে এলাকাবাসীর জনকল্যাণ মূলক কোন কাজে লাগানো যাবে। এর ফলে উপকৃত হবে এ অঞ্চলের সাধারণ মানুষ। এমনটিই বলছেন উপজেলাবাসী। এর আগে বর্তমান সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী চলতি বছর ৭জুলাই কারাগারটি পরিদর্শন করে ঝোঁপ-জঙ্গল পরিষ্কারের নির্দেশ দেন। কারাগারটির বর্তমান অবস্থা ও এ নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে দেলদুয়ার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আকবর হোসেন বলেন, সদর দফতরে কারাগারটিকে শেখ রাসেল উন্নয়ন কেন্দ্র করার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তাদের কোন জবাব পাওয়া যায়নি। তারা শুধু প্রাকঃকলন করে চেয়ে পাঠালে আমরা গণপূর্ত বিভাগের মাধ্যমে প্রাকঃকলন করে পাঠিয়েছি। কারাগারটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় আছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top