সকল মেনু

টাঙ্গাইলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে তিন মাসের কারাদন্ড

টাঙ্গাইল প্রতিনিধি :: টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ফটোকপির ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রম্যমান আদালতের বিচারক বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান জানান, আজ অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রের হাতে লেখা একটি কপি বাসাইলের গালর্স স্কুলে রোডের লোবনা কসমেটিক এন্ড ফটোকপির দোকানে ফটোকপি করতে দেখতে পায় ভ্রাম্যমান আদালত। পরে হাতে নাতে ফটোকপির ব্যবসায়ী রফিকুল ইসলামকে ধরে ফেলেন। সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে রফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top