সকল মেনু

বিমানের সাম্প্রতিক ঘটনা তদন্তে কমিটি গঠন

ঢাকা : বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সাম্প্রতিক ঘটনা এবং এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তদন্তের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা  মো. রহমাতুল মুনিম এর  নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১৫ কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে ।

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন- বিমানের প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রধান ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ম্যানেজার তোজাম্মেল হোসেন, উত্তরার ফারহান মানি এক্সচেঞ্জের মালিক হারুণ অর রশিদ এবং বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ।

পরদিন বিকালে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের চার দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।

একদিন পর গ্রেফতার বিমান কর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়ার কথা জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top