সকল মেনু

পিরোজপুরে কারারক্ষিদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন কর্মশালা

কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে কারারক্ষিদের নিয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী  মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন কর্মশালা।

রোজপুর জেলা কারাগার কর্তৃপক্ষের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০ টায় শুরু হওয়া এ কর্মশালা বাস্তবায়ন করে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।

পিরোজপুর জেল সুপার মো: আবু ফাতাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপিকা লায়লা পারভীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউএলও এএসএম গোলাম কবির, যুব প্রধান, মাহামুদ মোর্তজা সাবেক যুব প্রধান তারিফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। কর্মশালাটি আগামীকাল শনিবার সনদপত্র বিতরনের মধ্য দিয়ে শেষ হবে।

সম্পাদনায় / জীবন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top