সকল মেনু

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১৯৮৫ সালের সংশোধীত আইনটি বাতিল

ঢাকা :: সড়ক- মহাসড়কগুলোতে দুর্ঘটনা প্রতিরোধে চালকসহ সংশ্লিষ্টদের ৩ বছরের সাজার মেয়াদ সম্বলিত ১৯৮৫ সালের সংশোধীত আইনটি বাতিল ও বেআইনি ঘোষণা করে সাজার মেয়াদ বাড়ানো পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এক রুল নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন।
আদালতের এ রায়ের ফলে সড়ক দূর্ঘটনা রোধে দায়ীদের সাজার মেয়াদ সর্বোচ্চ সাত বছরের বিধানটি বহাল থাকল।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১১ সালের ৪ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সংশোধীত আইনটি কেন বাতিল করা হবে জানতে চেয়ে রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন, রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম।

সম্পাদনায় / জীবন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top