সকল মেনু

পিরোজপুরে ই্দুর নিধন অভিযান শুরু

 কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : ইদুরের অপচয়, তারে আর ক্ষমা নয়-এই স্লোগানে পিরোজপুরে বুধবার থেকে শুরু হয়েছে ইদুর নিধন অভিযান ২০১৪। এ উপলক্ষে পিরোজপুর কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপ-পরিচালকের কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আ.ফ.ম. রেজাউল করিমের সঞ্চালনায় পিরোজপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক মো আবুল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো রফিকুল ইসলাম, আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, জেলা প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মো হাসান ওয়ারিমুল কবির, উপসহকারী কৃষি অফিসার আব্দুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো সিদ্দিকুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top