জেলা প্রতিনিধি,নওগাঁ,হটনিউজ২৪বিডি.কম: সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুর রহমান (৩৮) ও তার ছোট ভাই শাহীন রহমানকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই খুন রোববার রাত ১২টার দিকে নওগাঁ শহরের পাশে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে শহর থেকে দূর্গাপুর এলাকার মাঠের মধ্য দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহিদুর ও তার ছোট ভাই শাহীন। এ সময় বাড়ির পাশে ফাঁকা মাঠে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রাতেই থানায় আনা হয়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর হটনিউজ২৪বিডি.কমকে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।