সকল মেনু

সেলিম মিয়ার মেয়ের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন আলহাজ্ব সোহেল আহমেদ

 বেলাব(নরসিংদী) প্রতিনিধি: গত ৯ নভেম্বর বেলাব উপজেলার বারৈচা বাসষ্টেন্ডে পুলিশের গুলিতে নিগত রিক্সাচালক মো: সেলিম মিয়ার পারিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিযেছে বেলাব ও রায়পুরা উপজেলার সাংবাদিকরা। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকরা গত ১৩ নভেম্বর নিহত সেলিম মিয়ার বাড়িতে আলোচনা সভা,মিলাদ মাহফিল এর আয়োজন করে।  দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলাব ও রায়পুরা উপজেলার সাংবাদিকদের পক্ষে নিহত সেলিম মিয়ার পরিবারকে  নগদ ৫ হাজার টাকা ও এক বস্তা চাউল প্রদান করা হয়। বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু পুলিশের গুলিতে আহত রহিমের কান্দি গ্রামের শফিকুল ইসলাম,দেওয়ানেরচর গ্রামের মজিবুর রহমানের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু,সাধারণ সম্পাদক শেখ আ: জলিল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক ,সাবেক সভাপতি মো: ইসমাইল হোসেন,রায়পুরা প্রেসক্লাবের অহ্বায়ক মোসলেহ উদ্দীন বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার রায়পুরা উপজেলা শাখার সভাপতি মো: মোস্তুফা খান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলামম রফিক,কোষাধ্যক্ষ মাহবুবুল আলম লিটন,সাংবাদিক হারুন অর রশিদ,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোসলেহ উদ্দীন খান সেন্টু,উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান,আরৈচা জামে মসজিদের ঈমাম মাওলানা আলী আকবর,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম আলকাছ,জয়নাল আবেদীন,মো: শহীদুল্লাহ প্রমূখ। এসময় মরহুম সেলিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top