কুষ্টিয়া প্রতিনিধি : দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে আজ বুধবার। এই তদন্ত প্রতিবেদন মঙ্গলবার জমা দেওয়ার কথা থাকলেও সরকারি ছুটির কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান আহমেদ কায়কাউস। তদন্ত প্রতিবেদনটি তিন কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
আহমেদ কায়কাউস আরো জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র করা তদন্তে অনেকটা অগ্রগতি হলেও সরকারি ছুটির কারণে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।