সকল মেনু

মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পুলিশ সদস্য আহত

 কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : মাদক ব্যবসার প্রতিবাদ করায় পিরোজপুরের ভান্ডারিয়ায় নাজমুল হাসান পলাশ নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে  আহত করেছে সন্ত্রাসীরা। তিনি এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, পলাশ গত কয়েকদিন আগে ছুটতে বাড়িতে আসেন। এ সময় তিনি ওই এলাকার জনৈক মাদক ব্যবসায়ীকে (কাজল শরীফ) এলাকায় মাদক ব্যবসা করায় প্রতিবাদ জানান। তিনি আজ মঙ্গলবার  দুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর ইউনিয়নের মালিয়ারহাট বাজারে এলে কাজল ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে পলাশের পায়ে বেশ কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়।  পরে এলাকাবাসী দেখে তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব  হয়নি।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিউর রহমান জানান, ওই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় থানায় মামলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top