সকল মেনু

জেলহত্যা দিবস : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে আজ সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলহত্যা দিবস উপলক্ষে বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ৩ নভেম্বর বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে জেলখানার অভ্যন্তরে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে  নির্মমভাবে হত্যা করে। দীনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top