সকল মেনু

মহোৎসব আগাম ধান কাটার

  ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আগাম ধান কাটার মহোৎসব। ফলন আশানুরুপ পেয়ে আনন্দে ধান সংগ্রহ করছেন কৃষকরা। বর্তমানে বাজারে ধান ও খড়ের ভাল দাম পাওয়ায় কৃষকরা খুবই খুশি। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে ৫টি উপজেলায় আমন মৌসুমে ১ লক্ষ ৪২ হাজার ৬’শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আমন। এর মধ্যে দেশে উদ্ভাবিত স্বল্প জীবনকালের ধান বিনা-৭, ব্রি ধান ৩৩ ও বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ হয়েছে মোট আবাদের শতকরা ১০ ভাগ অর্থাৎ ১৩ হাজার ২শ ৬০ হেক্টর। ইতোমধ্যে এসব আগাম ধান কাটা শুরু হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর লাভবান হতে পারছেন বলে কৃষকরা জানিয়েছেন। কারণ আবহাওয়া অনুকুলে থাকায় ফলন আশাতীত, অন্যদিকে ধান ও খড়ের চাহিদা বেশি থাকায় দাম ভাল। সদর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক আব্দুল গণি বলেন, ‘এ মৌসুমে ৪ বিঘা জমিতে বিনা-৭ জাতের ধানের চাষ করেছি। কাটা-মাড়াও শেষের দিকে। বিঘা প্রতি ২০-২২ মন হারে ফলন হচ্ছে। গত বছরও একই জমিতে একই জাতের ধানের চাষ করে ফলন কম পেয়ে ৯শ টাকা দরে বস্তা (৭৫ কেজি) বিক্রি করেছিলাম। তবে এ বছর ফলন কিছুটা বেশি, দামও অনেক ভাল। ১৩৮০-১৪০০ টাকা দরে বস্তা বিক্রি করছি।’

ফকদনপুর পটুয়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘৩ একর জমিতে আগাম জাত বিনা-৭ ধানের চাষ করেছি। শ্রমিক দিয়ে ধান কেটে (খড়সহ ধান) শুকাতে দিছি জমিতে। দিন কয়েক পরে ধান বাড়িতে নিয়ে যাব আর জমিতে আলুর চাষ করবো।’

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভূপেন কুমার মন্ডল বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ধান চাষিরা ভাল ফলন পাচ্ছেন। বর্তমানে বাজারে ধানের দামও ভাল। স্বল্প সময়ে আগাম ধান বাজারে বিক্রি করে কৃষকরা তাদের পরিবারের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে পারছে। তাছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে আগাম গোল আলু ও তৈল জাতীয় ফসল সরিষার চাষ করতে পারছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top