সকল মেনু

অাফগানিস্তান থেকে ব্রিটেনের বিদায়

  ডেস্ক রিপোর্ট : আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী ব্রিটেন। দীর্ঘ ১৩ বছর পর রোববার যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানে ব্রিটেনের সেনাদের সবশেষ ঘাঁটি ক্যাম্প ব্যাসশনে বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এ সময় তাদের পতাকা অর্ধনমিত করে রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। ক্যাম্প ব্যাসশন থেকে কয়েক দিনের মধ্যে সব ব্রিটিশ সেনা ব্রিটেনে ফিরে যাবেন। তাদের ঘাঁটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে আফগান সেনাদের হাতে। গত কয়েক মাসের মধ্যে ব্রিটেনের অধিকাংশ সেনাসদস্য আফগানিস্তান থেকে চলে গেছেন। অবশিষ্ট কয়েক শ সদস্য এ সপ্তাহের মধ্যে ব্রিটেনে ফিরবেন। এর মধ্য দিয়ে ২০১৪ সালের মধ্যে আফগান যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি পূরণ করছে দেশটি। সন্ত্রাসপ্রবণ হেলমান্দ প্রদেশের ক্যাম্প ব্যাসশন ঘাঁটির দায়িত্ব আফগান সেনাদের হাতে রোববার সকাল ১০টায় বুঝিয়ে দেওয়া হয়। কয়েকজন ব্রিটিশ ও মার্কিন সামরিক কর্মকর্তা ঘাঁটি স্থানান্তরে অনুষ্ঠানে নেতৃত্ব দেন। উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তান-যুদ্ধে যোগ দেওয়ার পর ২০১৪ সাল পর্যন্ত এই ১৩ বছরে ব্রিটেনের ৪৫৩ নাগরিক নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top