সকল মেনু

আগামী ২৫ ও ২৬ অক্টোবর বগুড়া জেলা গণসঙ্গীত উৎসব

বগুড়া অফিস :“ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল” এই শ্লোগানকে সামনে জয়পুরহাটে ২৫ অক্টোবর থেকে দুইদিন ব্যাপী শুরু হচ্ছে বৃহত্তর বগুড়া জেলা গণসঙ্গীত উৎসব। জয়পুরহাটের কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনে এই উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এছাড়া দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দুইদিন ব্যাপী এই উৎসবে উপস্থিত থাকবেন। বৃহত্তর বগুড়া জেলা গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদ বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য উপস্থাপন করেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উৎসবে ফকির আলমগীরসহ দেশের খ্যাতিনামা বিভিন্ন ব্যক্তিত্বরা সঙ্গীত সহ নানা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে। এছাড়া বগুড়া ও জয়পুরহাটের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশেন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top