সকল মেনু

ভাণ্ডারিয়ায় একটি সংযোগ সেতু হাজারো মানুষের ভোগান্তির কারন

 কবির হোসাইন, পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি সংযোগ সেতুর বেহাল দশার কারনে প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন দুই গ্রামের হাজারো মানুষ।  উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের শেষ প্রান্তে মুন্দী খালী খালের উপর নির্মিত সংযোগ সেতুটি ভেঙে গিয়ে এখন সকল প্রকার যানবাহন সহ ভিবিন্ন শ্রেনীর মানুষের চলাচলে প্রতিনিয়ত কোন না কোন ভাবে প্রতিবন্ধকতার সম্মুখিন সহ প্রায়ই কেউ না কেউ আহত হচ্ছে।  বর্তমানে সেতুটির ভাঙ্গা অংশের উপরে এলাকাবাসী সুপারী গাছ ফেলে ঝুকি নিয়ে কোন মতে  চলাচল করছেন । খালটির দক্ষিন পাড়ে  ভাণ্ডারিয়া ও অন্য পাড়ে রাজাপুর উপজেলার অংশ হলেও রাজাপুর উপজেলার ব্যাবসা কেন্দ্র ওস্থান থেকে অনেক দূর হওয়ায় পার্শবর্তী ভাণ্ডারিয়া বাজারেই তাদের নিত্য প্রয়োজন মিটাবার জন্য এ সংযোগ সেতুটিই জাতাযাতের একমাত্র সহজ পথ হিসেবে ব্যবহার করে। ফলে সেতুটির সংস্কার দুই পাড়ের মানুয়ের প্রানের দাবীতে পরিনত হয়েছে। সেতুপাড়ের বাসিন্দা সুমন সহ একাধিক মানুষের অভিযোগ, প্রতিদিন এই সেতুটি দিয়ে রাজাপুর উপজেলার ভিবিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ ভাণ্ডারিয়ায় যাতায়াত ও এ পাড়ের মানুষেরা ওপাড়ের বাসিন্দাদের সাথে যোগাযোগের ক্ষেত্রেএ সেতুটি প্রধান অন্তরায়ের ভূমিকা পালন করছে। তাই এলাকাবাসী এ সেতুটি অতিদ্রুত পূন নির্মানে জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top