কবির হোসাইন, পিরোজপুর : ২০২০ সালের মধ্যে প্রতি বাড়িতে বিদ্যুৎ পৌছানোর সরকারি লক্ষ্যকে বাস্তবায়নের জন্য পিরোজপুরে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলারেটি কমিশনের চেয়ারম্যান এ আর খান। আজ শনিবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন লোকমান হোসেন। মতবিনিময় সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন সম্যার কথা তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।