সকল মেনু

বিশ্বকাপের আগে পুরনোদের ওপর ফারুকের আস্থা

  ক্রীড়া প্রতিবেদক : চলতি বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য অপয়া। কোনো ফরম্যাটেই সাফল্য নেই টাইগারদের। বাংলাদেশ দল যখন সাফল্য খুঁজতে ব্যস্ত সেই সময় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ ‘পারফেক্ট টিম কম্বিনেশন’ এর খোঁজে। দল ভালো করতে না পারায় তিন সদস্যের নির্বাচক প্যানেলের সদস্যরাও বেশ কষ্টে দিন পার করছেন। খেলোয়াড় পরিবর্তন করেও কোনো লাভ হচ্ছে না। বোলিংয়ে কিছুটা আশার প্রদীপ জ্বলে উঠলেও ব্যাটিংয়ে টাইগারদের অবস্থা যাচ্ছেতাই। ওপেনিং থেকে শুরু করে টপ অর্ডার ও মিডল অর্ডার কোনো ফরম্যাটেই ব্যাটসম্যানদের সফলতা নেই। ব্যতিক্রম একমাত্র মুশফিকুর রহিম। দলের হয়ে একাই ব্যাট হাতে দায়িত্বশীল ব্যাটিং করছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ঠিক এ সময়ে ব্যাটসম্যানদের ফর্ম ক্রিকেট মহলকে ভাবিয়ে তুলছে। অনেকে পরিবর্তনের কথা বললেও প্রধান নির্বাচক ফারুক আহমেদ সেটা বিশ্বাস করেন না।

সাবেক অধিনায়ক ফারুক মনে করেন, দলের সমন্বয় ধরে রাখতে বার বার পরিবর্তনের চেয়ে ছন্দ হারিয়ে ফেলা খেলোয়াড়কে ছন্দে ফেরানো বেশি গুরুত্বপূর্ণ।

ফারুক খানের ভাষায়, ‘জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানদের কম্বিনেশন তৈরি করার চেষ্টা থাকবে। সামনেই বিশ্বকাপ। এজন্য বেশ চেষ্টা চালাচ্ছি। আমাদের কয়েকজন ব্যাটসম্যান অফ ফর্মে। বিশ্বকাপ না থাকলে নতুন কাউকে দিয়ে চেষ্টা করা যেত। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে কাজটা সহজ না।’

বিশ্বকাপের আগে পুরোনো ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন ফারুক আহমেদ,‘ একটা ছেলে টাইম অ্যান্ড টাইম নিজেকে প্রমাণ করেছে। সাময়িক কারণে তার ফর্ম নেই। তাকে সুযোগ দিতেই হবে। আমরাও চেষ্টা করছি। দরকার হলে পরিবর্তন করব। কিন্তু অফ ফর্মে থাকা খেলোয়াড়কে ফর্মে ফেরানো জরুরি।’

পুরনোদের উপর আস্থা রাখা মানে এই নয় যে নতুনদের সুযোগ দেবেন না ফারুক আহমেদ। প্রধান নির্বাচক বলেন, ‘নতুন ক্রিকেটাররা অবশ্যই সুযোগ পাবে। একটা ছেলেকে নিয়ে নেওয়া ও পরে বাদ দেওয়া কিন্তু কঠিন একটা কাজ। বিশ্বকাপ যেই কন্ডিশনে হবে সেই কন্ডিশনে একটা তরুণ ক্রিকেটারকে নিয়ে কাজ করাটা কঠিন। তবুও কিছুদিনের মধ্যে যারা টিমের সঙ্গে ছিল সেখান থেকে নতুন মুখ বের করে আনতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top