সকল মেনু

এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

 নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শিল্পীর বাসভবনে কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আব্দুল সাদী, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার শীল, নেজারত ডেপুটি কালেক্টরটে মোহাম্মদ জাকির হোসেন, এসএম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদাার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এ বাকি, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, বিমানেষ চন্দ্র বিশ্বাস, নিখিল চন্দ্র দাস, যশোরের চৌগাছার এসএম সুলতান চারুকারু সংস্কৃতি একাডেমির পরিচালক ও শিক্ষক আছাদুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ মন্নু প্রমুখ। শিল্পী সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইল শহরের কুড়িগ্রামে চিত্রা নদীর পাড়ে শিল্পীর বাসভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়। সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। শিল্পের মূল্যায়ন হিসেবে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার,  ১৯৮২ সালে একুশে  পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top