সকল মেনু

প্যাত্রিক মোদিয়ানো সাহিত্যে নোবেল পেলেন

  ডেস্ক রিপোর্ট : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক প্যাত্রিক মোদিয়ানো। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি ২০১৪ সালের নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মোদিয়ানোর নাম ঘোষণা করেন। সুইডিশ একাডেমির সচিব পিটার ইংল্যান্ড বলেন, প্যাত্রিক মোদিয়ানোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার শৈল্পিক স্মৃতিগ্রন্থনার জন্য, যার মধ্য দিয়ে তিনি মনে করিয়ে দেন মানবভাগ্যের দুর্বোধ্যতার কথা, উন্মোচন করেন আগ্রাসনের বিশ্বে জীবনের স্বরূপ। মানব-মনের স্মৃতি-বিস্মৃতির খেলা আর আত্মপরিচয়ের সংকট তার গদ্যের অন্যতম অনুষঙ্গ।পিটার ইংল্যান্ড বলেন, মোদিয়ানো ফ্রান্সে পরিচিত নাম হলেও বাইরে ততটা নন। তিনি ছোটদের বই, চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখেন। তিনি মূলত ঔপন্যাসিক। তার লেখার থিম- স্মৃতি, পরিচয় ও সময়। পিটার ইংল্যান্ড আরো বলেন, তার একটি বিখ্যাত উপন্যাস মিসিং পারসন। এটি একজন গোয়েন্দার গল্প, যিনি তার স্মৃতি হারিয়ে ফেলেন। পরে খুঁজতে থাকেন তিনি আসলে কে। ইতিহাসের সাহায্য নিয়ে তিনি অনুসন্ধান চালাতে থাকেন। অবশেষে খুঁজে পান আসলে তিনি কে। প্যাত্রিক মোদিয়ানোর জন্ম ১৯৪৫ সালের ৩০ জুলাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দুই মাস পর পশ্চিম প্যারিসের শহরতলিতে তার জন্ম হয়। উপন্যাস মিসিং পারসন-এর জন্য ১৯৭৮ সালে ফরাসি পুরস্কার প্রি গোঁকুর পান তিনি। তার বাবা ছিলেন ইতালিয়ান এবং মা বেলজিয়ান। প্যারিসে বাস করলেও গণমাধ্যম থেকে দূরে থাকেন তিনি। তার সাক্ষাৎকার নেই বললেই চলে।মোদিয়ানো হলেন সাহিত্যে নোবেল বিজয়ী ১১১তম লেখক। এ ছাড়া ৬৯ বছরের মোদিয়ানো ১১তম ফরাসি সাহিত্যিক, যিনি এই পুরস্কার পেলেন। ১৯০১ সালে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং মর্যাদার সেই পুরস্কার পান ফ্রান্সেরই কবি ও প্রাবন্ধিক সুলি প্রুধোম। প্রথা অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে প্যাত্রিক মোদিয়ানোর হাতে পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১১ লাখ ডলার) তুলে দেওয়া হবে।

তথ্যসূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top