সকল মেনু

ভবিষ্যতে হাসপাতালের সামনে হাট বসতে দেওয়া হবে না : নাসিম

  সচিবালয় প্রতিবেদক : ঈদ উপলক্ষে হাসপাতালগুলোর সামনে গরুর হাট বসার কারণে রোগীদের দুর্ভোগ হওয়ায় দু:খ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ভবিষ্যতে হাসপাতালে আসা যাওয়ার পথ বন্ধ করে কোথাও হাট বসতে দেওয়া হবে না। কোনো ধরণের ত্রুটি বিচ্যুতি আগামীতে বরদাশত করা হবে না। বুধবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে আসা যাওয়ার পথ বন্ধ করে গরুর হাট বসার অনুমতি না দেওয়ার জন্য দুই মাস আগেই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কথা দেওয়া হয়েছিল হাটবাজার বসবে না। এটি অন্যায়ভাবে করা হয়েছে।’মোহাম্মদ নাসিম বলেন, ‘হাসাপাতালগুলোর সামনে হাট বসার কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ বের করতে সমস্যা হয়েছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হাসপাতালে যেতে আসতে অসুবিধা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top