সকল মেনু

১৪ লাখ টাকার বার্গার

  আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি বার্গার এটি। দাম ১১ হাজার ২৩৭ দশমিক ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ ৯৮ হাজার ২৮২ টাকা। ‘হাংকি টংক’ নামের পশ্চিম লন্ডনের একটি চেলসি রেস্তোরাঁ এই হ্যামবার্গার বানিয়েছে। এই বার্গারের দামের টাকা দিয়ে মালদ্বীপে একটি ছুটির দিন কাটিয়ে আসা সম্ভব।বার্গারটিতে ১৪টি উপাদান রয়েছে। এতে ২ হাজার ৬১৮ ক্যালরি শক্তি পাওয়া যাবে, যা একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রয়োজনীয় শক্তির চেয়েও বেশি।  বার্গারটি বানাতে সময় লেগেছে তিন সপ্তাহ। এতে রয়েছে কোব ওয়াগইয়ো গরুর মাংসের চপ, নিউজিল্যান্ডের হরিণের মাংস, পনির, ইরানি জাফরান, কানাডার গলদা চিংড়ি, বিশেষ শূকরের মাংস, হাঁসের ডিম প্রভৃতি। আরো দেওয়া হয়েছে আম আর শ্যাম্পেনের ছোঁয়া।

বার্গারটি সামুদ্রিক মাছের ডিমের পাশাপাশি সোনার পাতা দিয়ে শোভিত করা হয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top