সকল মেনু

৯ বছরেও সাংবাদিক হত্যার রহস্যই থেকে গেল!

 উপজেলা করেসপন্ডেন্ট,শেরপুর (বগুড়া): সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের দশম বার্ষিকী ২ অক্টোবর। এ দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের রহস্যভেদ করতে পারেনি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। কেবল মামলার নথিপত্র থানা, গোয়েন্দা পুলিশ, আদালতের আদেশে থানা পুলিশ হয়ে চাঞ্চল্যকর হিসেবে মামলাটি সিআইডি পর্যন্ত গড়িয়েছে। তবুও অদ্যবধি সাংবাদিক হত্যার রহস্য রহস্যই থেকে গেল। এ অবস্থায় নিহতের পরিবারের পক্ষ থেকে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করা হয়েছে। সাংবাদিক সমাজও চরম ক্ষুব্ধ।সাংবাদিক দীপঙ্কর শেষ জীবনে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা’র নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একাধিকবার শেরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এদিকে দশম বার্ষিকীতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শেরপুর প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে ২ অক্টোবর সকালে কালো ব্যাচ ধারণ ও ১০টায় শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। মামলার বাদি নিহত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী জানান, ২০০৪ সালের ২ অক্টোবর পেশাগত দায়িত্বপালন শেষে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে শেরপুর পৌরশহরের স্যান্যালপাড়ার নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। এ ঘটনায় মামলা দায়েরের কয়েক মাসের মাথায় মামলাটি চাঞ্চল্যকর হিসেবে সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডির তৎকালিন তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০০৭ সালের নভেম্বর মাসে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে বাদি আদালতে নারাজি আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য শেরপুর থানায় প্রেরণ করেন। গত বছরের ৬ আগস্ট শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্বিতীয় দফা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিলে বাদি আবারও নারাজি আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩০ সেপ্টেম্বর সিআইডি’র একজন  সিনিয়র এএসপি পর্যায়ের কর্মকর্তা দিয়ে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। এরপর নবম তদন্ত কর্মকর্তা হিসেবে বগুড়া সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুস সামাদ মিঞা মামলাটির তদন্ত শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনিও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ব্যর্থ হন এবং তৃতীয় দফা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদি পার্থ সারথী হটনিউজ২৪বিডি.কমকে জানান, আদালতে পুনরায় নারাজি আবেদন করা হয়েছে।

তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিশেষ কোনো সংস্থাকে দিয়ে পুনঃতদন্তের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top