সকল মেনু

সালমারা ফাইনালে

 ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের বোলিং তোপে শ্রীলঙ্কা ৭০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে বাংলাদেশ জয় পায় ২৫ রানে। দিনের অপর সেমিফাইনালে পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চীনের মেয়েদের। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে স্বর্ণ জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। বুধবার দক্ষিণ কোরিয়ার ইনচনের ইয়োনহুই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২ রানে সাজঘরে ফেরেন শাহানাজ পারভীন (০)। এরপর ২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। আউট হন আয়শা রহমান (৭)। দলীয় ৫১ রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে আউট হন ফারজানা হক। এরপর লতা মন্ডলকে সঙ্গে নিয়ে অধিনায়ক সালমা খাতুন দলীয় স্কোরকে টেনে নেন ৮৮ পর্যন্ত। এরপর সালমা (১৪) আউট হলেও লতা অপরাজিত থাকেন ৩৪ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ৯৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে মাত্র ৭০ রান তুলেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল।

পান্না ঘোষের বোলিং তোপে রীতিমতো উড়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। পান্না ৪ ওভার বল করে ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। এর মধ্যে একটি ওভার মেডেনও ছিল। এ ছাড়া বাংলাদেশের রুমানা আহমেদ ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন সালমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৯৫/৪ (২০ ওভারে)
শ্রীলঙ্কা : ৭০/১০ (১৮.২ ওভারে)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top