ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান নীলু আর নেই। মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না…রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত উচ্চরক্তচাপে ভুগছিলেন। মৃত্যুকালে নীলু দু’ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রবীণ এ আ’লীগ নেতার মৃত্যুতে ময়মনসিংহে নেমে এসেছে শোকের ছায়া। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোশারফ হোসেন নীলু প্রায় ২০ বছর ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সকল আন্দোলন সংগ্রামে ছিলেন উচ্চকিত কন্ঠস্বর। নাগরিকদের অধিকার আদায়ের সংগঠন ময়মনসিংহ উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়কও ছিলেন তিনি। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম জানান, বুধবার বাদ আছর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কালীবাড়ি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।