সকল মেনু

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৩

   টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের জামুর্কিতে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কালিহাতীর চিনামুড়া গ্রামের আব্দুর রশিদ (৬৫), টাঙ্গাইল সদরের বোয়ালী গ্রামের ইসমাইল হোসেন (৬০) ও মির্জাপুর উপজেলার জামুর্কি গ্রামের লেবু মিয়া (৪০)।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবায়দুল আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের জামুর্কি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি স্থানীয় একটি মুদির দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মুদির দোকানদার লেবু মিয়া মারা যান। আহত হন আরো সাতজন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top