সকল মেনু

দুর্গাপুরে বিজিবি ও বিএসএফ এর সীমান্ত সম্মেলন

বিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর(নেত্রকোণা):  জেলার দুর্গাপুরে সীমান্তবর্তী উপজেলার বিরিশিরি ক্ষুদ্র ণৃÑগোষ্টির কালচারাল একাডেমীতে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকাল ৪ টায়। সীমান্ত পিলার ১১৫২/৮-এস এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ক্ষুদ্র ণৃ-গোষ্ঠির কালচারাল একাডেমী ভবনে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন উপ-মহাপরিচালক, মোঃ আশরাফুল আলম পিএসসি, সেক্টর কমান্ডার বিজিবি ময়মনসিংহ ও পরিচালক, কে এম ইমাম আহসান অধিনায়ক ১১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন নেত্রকোণা এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি, ইয়াদভেন্দ্র শিং, শিলং সেক্টর , ভারত। সীমান্ত সম্মেলনে অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু পাচার, মাদক ও গোলাবারুদ পাচার ছাড়াও সীমান্ত সংক্রান্ত অন্যান্য বিষয়ে সম্মতি সূচক আলোচনা হয় এবং উভয় পক্ষেই সম্মতি জ্ঞাপন ও একমত প্রকাশ করেন। সম্মেলন শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top