সকল মেনু

ট্রিপল মার্ডার : বন্দুকযুদ্ধে কালা বাবু নিহত

  নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  সোমবার ভোর ৪টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, ভোর ৪টার দিকে ডিবি পুলিশের একটি টহল দল ওয়্যারলেস রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কালা বাবু ও তার লোকজন গুলি ছোড়ে। এতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। আত্মরক্ষার্থে ডিবি পুলিশ পাল্টা গুলি করলে কালা বাবু আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পুলিশ ঘটনাস্থল থেকে কালা বাবুর দুজন সহযোগীকে অস্ত্রসহ আটক করে। গত ২৮ আগস্ট রাত ৮টায় মগবাজার ওয়্যারলেস গেটের ৭৮ নম্বর সোনালীবাগের বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রানু (৩২), বেলাল হোসেন (২২) ও মুন্না (২০)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় হোসেন (২৮) গুলিবিদ্ধ হন ।  বৃহস্পতিবার রাত ৮টায় মগবাজার ওয়্যারলেস গেটের ৭৮ নম্বর সোনালীবাগের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রানু (৩২), বেলাল হোসেন (২২) ও মুন্না (২০)। এ ছাড়া গুলিবিদ্ধ অপরজন হলেন হৃদয় হোসেন (২৮)।  হৃদয়ের অবস্থা খুবই শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিৎিসকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top