সকল মেনু

কোটচাঁদপুরে দিনে ৩৩ বার লোডসেডিং

 সিরাজুল ইসলাম মল্লিক (ঝিনাইদহ): ঝিনাইহ জেলার কোটচাঁদপুর উপজেলার বিদ্যুৎ বিতরনের দ্বায়িত্বে নিয়োজিত ওজোপাডিকো গত ১৩ সেপ্টেম্বর শহরে ২৪ ঘণ্টায় মোট ৩৩ বার লোড সেডিং করেছে। যা স্বাধীনতার পরে আর কখনও হয় নি। এ ঘটনা শুধু এবারই নয় প্রতিনিয়তই ঘটে চলেছে এহেন ভৌতিক লোড সেডিং। সাধারন গ্রাহকরা বলছে বিদ্যুৎ থাকুক বা না থাকুক প্রতিমাসে সর্বনি¤œ চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ ইত্যাদির নামে গ্রাহকদের কাছ থেকে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়া পুরাতন চাঁকা ওয়ালা মিটার পরিবর্তন না করার শাস্তি স্বরূপ মূল বিলের সাথে যোগ করছে অতিরিক্ত ২০% বিল। অধিকাংশ গ্রহাকই যা অজান্তেই দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে ওজোপাডিকো’র কোটচাঁদপুর অফিসে চলছে হরিলুট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top