সকল মেনু

ভোলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন

 ভোলা প্রতিনিধি: দীর্ঘদিন অপেক্ষার পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলায় উদ্বোধন হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা এর উদ্বোধন করেন। পাসপোর্ট অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ার পাশা-পাশি তাদের দাবিও বাস্তবায়িত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বশির আহমেদ। এছাড়াও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগে এর ভোলার মানুষকে পাসপোর্ট করার জন্যে বরিশাল বা ঢাকায় যেতে হতো। তাতে ভোগানি—সহ ব্যয়ও বেশি হতো। এখন ভোলায় এ কার্যক্রম শুরু হওয়ায় ভোলার মানুষ অতি সহজেই পাসপোর্ট করতে পারবে। পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭টি এমআরপি ফরম জমা হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন পর ভোলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন হওয়ায় এখন আর মানুষকে ঢাকা বা বরিশাল যেতে হবে না। এখন এই এলাকার মানুষের সময়, অর্থের অপচয় এবং ভোগান্তি কমে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top