সকল মেনু

লোহাগড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ;সকাল-সন্ধ্যা বণিক সমিতির ধর্মঘট

 নড়াইল প্রতিনিধি: দোকান থেকে মালামাল লুটের অভিযোগে নড়াইলের লোহাগড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে  সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে লোহাগড়া বাজার বণিক সমিতি। লোহাগড়া বাজার বণিক সমিতি ডাকে লোহাগড়া বাজারের ১২’শ দোকান বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।  লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এম এম আসাদুজ্জামান কদর অভিযোগ করেন  লোহাগড়া বাজারের দিদার মার্কেটের ভাড়া দোকানি আরকে ইলেকট্রনিক্স থেকে শুক্রবার বিকেলে মালামাল লুটের ঘটনা ঘটে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদর দাবি করেন আরকে ইলেকট্রনিক্স থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দিদার মার্কেটের মালিক আব্দুর রউফ ও তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, আরকে ইলেকট্রনিক্স এর ভাড়া দোকানি বিপুল সরকার ৫ মাস দোকান বন্ধ রেখে দিয়েছেন এবং দোকান ভাড়াও পরিশোধ করেননি। ভাড়া দোকানিকে বারবার বলার পরেও দোকান ভাড়া পরিশোধ করেনি। এজন্য তাকে উকিল নোটিশও পাঠানো হয়। কিন্তু তাতে তিনি সাড়া দেননি। দোকান থেকে কোনো মালামাল লুটের ঘটনাও ঘটেনি বলে তারা জানিয়েছেন। বরং বণিক সমিতিরি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদরসহ সমিতির নেতারা দোকানে তালা লাগিয়ে দেন।  লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল জানান, ভাড়া দোকানি, বণিক সমিতি ও মার্কেট মালিকের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। যে কারণে দোকানের মালামাল দোকানে রেখে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং দোকানের চাবি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে, বণিক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ দোকানিরা। নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যবসায়ী বলেন, গতকাল শনিবার রাতে হঠাৎ করে মাইকিং করে ধর্মঘট পালনের কথা জানানো হয়। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top