সকল মেনু

তারেক প্রধানমন্ত্রী হবেন শুনে মানুষের রক্ত ঠাণ্ডা হয়ে যায় : এরশাদ

  নারায়ণগঞ্জ প্রতনিধি :  জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তারেক রহমানের নাম শুনলে মানুষ ভয় পায়। বিএনপি ক্ষমতায় আসলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এমন কথা শুনে মানুষের রক্ত ঠাণ্ডা হয়ে যায়।’ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আমিনপুর মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০০৭ তারেক বলেছিল, আমার কোমরে দড়ি বেঁধে টেনে জেলে নিয়ে যাবেন। বেগম জিয়া বলেছিলেন, আমাকে জেলে যেতে হবে। আমি কিন্তু জেলে যাইনি। এখন তারেকের পরিণতি আপনারাই ভাল জানেন।’

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ মানেই খুন, গুম। দেশ আজ খুনের, গুমের রাজ্যে পরিণত হয়েছে। তাই এ থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।’

তিনি আরও বলেন, ‘দেশে আজ কোন আইন নেই। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। কারো জীবনের কোন নিরাপত্তা নেই। রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির কেউ নেই। জাতীয় পার্টি সংসদেও আছে এবং রাজপথেও আছে। আমরাই আগামীতে আবার ক্ষমতায় যাব।’

সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘দেশে আইন আছে, তবে আইনের শাসন নেই। দলীয় কারণে প্রশাসন স্থবির। আজ সব জায়গায় দলীয়করণ। দুঃশাসনের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা বিলীন হয়ে যাবে। তাই মানুষ পরিবর্তন চায়।’

তার শাসনের সময় কোন খুন, গুম ছিল না দাবি করে এরশাদ বলেন, ‘আমার শাসনামলে খুন, গুম ছিল না। এই সরকারের আমলে কত খুন হয়েছে তার হিসাব নেই। দেশ খুন, গুমের রাজত্ব কায়েম হয়েছে। এত খুন মুখে হিসাব করা যাবে না। হিসাব করতে হলে ক্যালকুলেটর লাগবে।’

এরশাদ বলেন, ‘নারায়ণগঞ্জে কোন বিদ্যুৎ ছিল না। গ্যাস ছিল না। বিদ্যুৎ ও গ্যাস দিয়েছি। এখন শুনছি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হচ্ছে। দেশে কর্মসংস্থান নেই। বিনিয়োগ নেই। সরকারকে অনুরোধ করব, গ্যাস দিন, বিদ্যুৎ দিন।’

দেশের নাগরিকদের জীবনের কোন নিরাপত্তা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। দুই নেত্রীকে আর চায় না। দুই নেত্রীর দিন শেষ, জাতীয় পার্টির বাংলাদেশ।’

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, সিনিয়র য্গ্মু মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

জনসভায় স্বাধীনপুর ইউপি মেম্বার মনসুর রহমান, হাসেম চেয়ারম্যান, জালপুর ইউপির জিসান, সম্মানদি ইউপির মতিউর রহমান, মহিউদ্দিন মেম্বার, মনোয়ারা বেগম, কাঁচপুর ইউপির সেফালী বেগমসহ আওয়ামী লীগ ও বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top