কক্সবাজার প্রতিনিধি: উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, সুন্দর শিক্ষা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নব কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে ছাত্র সংসদের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।উক্ত সভায় আলমগীর আলম নিশার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র সংসদের উপদেষ্টা কলেজের প্রাক্তন ছাত্র গাজি ওমর ফারুক রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরমান খান জয়,জুয়েল হাসান রুবেল,আলমগীর হাসান সোহেল,নুরুল ইসলাম এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা । বক্তারা বলেন বহিরাগত এবং ছাত্র নামধারী কিছু উৎশৃঙ্খল ছাত্র সন্ত্রাসী কার্যক্রম করে কলেজের সুন্দর পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে । সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে নব গঠিত ছাত্র সংসদ তাদের প্রতিহত করার মাধ্যমে কলেজের সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি তথা ছাত্রদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।পরে সর্ব সম্মতি ক্রমে তুখোড় মেধাবী ছাত্র নেতা মাসুদ আমিন শাকিলকে সভাপতি এবং নুরুল আমিন আকাশকে সাধারণ সম্পাদক করে কমিটি ছাত্র সংসদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ১০ সদস্য উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন , সিনিয়র সহসভাপতি ফয়সাল হক আজাদ শাওন,সহসভাপতি সাইফুল ইসলাম,নুরুল আমিন মানিক,মোঃ ইব্রাহীম,মোঃ সরওয়ার,মোঃইউসুপ,যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,মোবারক হোসেন জুয়েল,মোঃ রাশেদ,সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম নিশা, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতিয়াজ নূর নিশান,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন,ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক কামাল পারভেজ রনী,সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান প্রমুখ । ছাত্র সংসদের সম্মানিত উপদেষ্টাগণ হলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন পরিষদ, ফজলুল করিম অধ্যক্ষ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ,বাবু মিলন বড়–য়া অধ্যাক্ষ নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ, মুজিবুল হক আজাদ সভাপতি উখিয়া উপজেলা যুবলীগ,যুবলীগনেতা আজিজুর রহমান মামুন প্রমুখ। সভা শেষে ছাত্র সংসদের উদ্যেগে এক শুভযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।