সকল মেনু

ফারুকী হত্যায় এক নারী আটক

 নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাহমুদা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সকালে তাকে আটক করা হয়।  নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. মহিদ উদ্দিন হটনিউজ২৪বিডি.কমকে আটকের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ফারুকী হত্যাকাণ্ডের আগে এক নারী তাদের বাড়িতে আসেন। তারপর দুর্বৃত্তরা এসে তাকে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাহমুদাকে আটক করা হয়। তবে এই নারীই ঘুরে যাওয়া নারী কিনা তা নিশ্চিত নন পুলিশ।

মাওলানা নূরুল ইসলাম ফারুকী সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। এ ছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও ছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top