সকল মেনু

উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদারসহ ১০জন জেল হাজতে

 নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া: কৃষক আব্দুল কাদের হাওলাদার (৬৫) হত্যা মামলায় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ১০ জনকে আদালত জেল হাজতে পাঠিয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাসের আদালত আসামিদের হাজত বাসের এ আদেশ দেন। আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন বাতিল করেন। হাজতে যাওয়া অন্যান্যরা হলেন, এ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু তালুকদার, মামুন তালুকদার, মিলন তালুকদার, শামু তালুকদার, সেলিম তালুকদার, আলাউদ্দিন তালুকদার, রাজ তালুকদার, জুলিয়াত তালুকদার ও কাদের তালুকদার। জানা গেছে, ২জুলাই রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের কৃষক আবদুল কাদের খুন হয়। পুলিশ ওই রাতে একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোখলেসুর রহমান ৪ জুলাই উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারসহ ৪৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬০জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। ইতোপুর্বে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। মাছের ঘেরসহ বিরোধীয় জমির দখল নিয়ে ২৬ জুন মোখলেসুর রহমান হাওলাদার ও বজলুর রহমান তালুকদার গ্রুপের সশস্ত্র সংঘাত হয়। ওই সময় বজলুর রহমানের ছেলে সালাহউদ্দিন তালুকদারের পায়ের রগ কেটে দেয়া হয়। অপরদিকে মোখলেসুর রহমানের ভাই মোখতার হোসেন হাওলাদার গুরুতর জখম হয়। এসময় উভয় পক্ষের অন্তত আরও আটজন জখম হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top