সকল মেনু

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধের দাবীতে মানববন্ধন

 দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সদর ইউনিয়ন সমাজ বাল্য বিয়ে বন্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ের সামনে সকাল ১১ টায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে বুধবার। দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে রয়েছে স্বাধীন ওয়ার্ড ভিত্তিক পল্লীসমাজ সংগঠন। প্রত্যেক পল্লীসমাজের সভা প্রধান, সম্পাদক, কোষাধ্যকে নিয়ে গঠন করা হয় ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন সমাজ। তাদের লক্ষ্য বাল্য বিয়ে বন্ধ, যৌতুক বিহীন বিয়ে,দ্বন্ধ নিরসন,বিচার সালিশে অংশগ্রহণ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে নিজেদেরকে স্বাবলম্বী করে আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করা। বর্তমানে তারা নিজেদের এলাকাকে শতভাগ বাল্য বিয়ে মুক্ত করার প্রয়াসে এই মানববদ্ধন এর উদ্দেশ্য।মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, কাউন্সিলর মোঃ রমজান হোসেন, মোঃ এমরোজ হোসেন, মোঃ মশিউর রহমান বাদল, ডি.এম(আই,বি) মোঃ শামছুল হক, এফ,ও(আই,বি) মাকসুদা শাহী, রাশেদা, বিউটি, রহিমা ও সংগঠনের সদস্যবৃন্দ সহ সুশীল সমাজ ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top