সকল মেনু

পালিত হলো সিরাজগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

 সিরাজগঞ্জ প্রতিনিধি: দিনব্যাপি নানান কর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে  সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। এই  উপলক্ষে শনিবার সকালে শহরের মুক্তাপ্লাজার সামনে থেকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা  একটি মঙ্গল বের করে।  শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালীবাড়ি গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রা পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম,বিশেষ অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম স্বপ্না,জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন,পুলিশ সুপার এস এম এমরান হোসেন,হিন্দু ধর্র্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন রায়,সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. কে এম হোসেন আলী হাসান। মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শোভা যাত্রার শুভ উদ্ধোধন করেন কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. বিমল কুমার দাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.সুকুমার চন্দ্র দাস । শোভা যাত্রায় নানান সাজে সজ্জিত হয়ে  বিভিন্ন মন্দির এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে। এছাড়া বিভিন্ন মন্দিরে মন্দিরে গীতাপাঠ,কৃর্তন, প্রতিযোগীতা,ভগবান শ্রী কৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা,এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top