সকল মেনু

বেলাবতে জাতীয় শোক দিবস পালিত

 বেলাব(নরসিংদী) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর বহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলার সর্বত্র পালিত হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল কালো ব্যাচ ধারন প্রত্যেকটি সরকারী ও আধা-সরকারী শিক্ষা ও বেসরকারী প্রতিষ্টানে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধ নমিত ভাবে উত্তোলন,  আলোচনা ও স্মরণ সভা, দোয়া মাহফিল, তাবারক বিতরণ, মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জায়  বিশেষ প্রার্থনা, কবিতা পাঠ, রচনা ও চিত্রংকন প্রতিযোগীতা ইত্যাদি। স্থানীয় আওয়ামী লীগ দলীয় ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এছাড়াও স্থানীয় প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বেসরকারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে দিবসটি পলনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল সাড়ে ১০ টায়  উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্ত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, মোঃ মতিউর রহমান মাষ্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কমরুল হাসান, কৃষি সম্প্রশারণ কর্মকর্তা কাজী মোঃ শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাঈম জাহাঙ্গীর বেলাব থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু তাহের, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান বেনুজির আহম্মেদ ও বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুর জীবনীর উপর স্বরচিত কবিতা পাঠ করেন মোঃ মহি উদ্দীন খান। এলাকার সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এলাকার বিভিন্ন স্থানে গৃহীত কর্মসূচি সমুহ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top