নরসিংদী প্রতিনিধি : চলতি মৌসুমে নরসিংদীর ছয়টি উপজেলায় টি আমন ধান চাষ রোপণ শুরু হয়েছে। অনুকূল জলবায়ু এবং যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার ফলে কৃষকরা জমিতে আমন চারা রোপণের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নরসিংদীতে এই মৌসুমে মোট ৩৯ হাজার ১১১ হেক্টর জমির মধ্যে উচ্চ ফলনশীল টি আমন ধান চাষের আওতায় আনা হয়েছে ৩১ হাজার ৭৫৪ হেক্টর জমি। বাকি ৭ হাজার ৩৫৭ হেক্টর স্থানীয় বিভিন্ন ধান চাষের আওতায় রয়েছে। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুভাষ চন্দ্র গায়েন বলেন, জেলায় টি আমন ধানের চারার কোনো ঘাটতি নেই এবার। কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে চলতি মৌসুমে আশানুরুপ টি আমন ধান উৎপাদন হবে। এ লক্ষে বিএডিসির মাধ্যমে জেলার স্থানীয় কৃষকদের মধ্যে ৪২০ টন উচ্চ ফলনশীল টি আমন ধানের বীজ বিতরণ, সার ও প্রয়োজনীয় উপকরণসহ লজিস্টিক সুবিধা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।