কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ার ইউপি চেয়ারম্যান দুলাল হত্যা মামলার প্রধান আসামী শহীদুলের বাড়ি থেকে ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। ভান্ডারিয়া থানাসূত্রে জানাগেছে, উপজেলার গৌড়িপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলাল হত্যা মামলার প্রধান আসামী শহিদুলকে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। আজ রোববার ভোর ৪ টায় তারা শহিদুলকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় তারা গৌড়িপুরের শহিদুলের গ্রামের বাড়ির পাকঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশে তৈরী পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান শহিদুলের বাড়ি থেকে ১ পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ২০১২ সালের ১৪ ডিসেম্বর বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ যাওয়ার পথে দূর্বিত্ত্বরা গৌড়িপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।