সকল মেনু

মহাজোট সরকারের উন্নয়ন ইতিহাস হয়ে থাকবে- রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,চৌদ্দগ্রাম,কুমিল্লা: রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকার জনগনের সরকার এ সরকারের আমলে দেশে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে যার প্রমাণ হিসেবে দেশে ইতিহাস হয়ে থাকবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। চৌদ্দগ্রাম হবে মহাজোট সরকারের উন্নয়নের মাইল ফলক।বার্তমান সরকারের উন্নয়নে বিশ্বাসী ধোঁকাবাজি-লুটপাটে বিশ্বাসী নয়। আওয়ামীলীগ এলে সাধারণ মানুষের পেটে ভাত থাকে, কৃষকের মুখে হাসি থাকে, স্কুল-কলেজ, মাদ্রাসা-মক্তব, মসজিদ-মন্দির আর রাস্তা ঘাটে উন্নয়ন হয়, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ থাকে। দলমত নির্বিশেষে সরকারের পক্ষে থেকে দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী  বিকালে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের কয়েকটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,  জামায়াত বিএনপি‘র একমাত্র পুঁিজ মিথ্যা প্রচার। এদেশের মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখান করেছে। এদের কোন অবস্থান নেই তারা জনগণ থেকে বিচ্চিন্ন হয়ে গেছে। নির্বাচনে অংশ গ্রহন করতে না পেরে সাধারণ মানুষের মাঝে আন্তঃকোলহ সৃষ্টিতে লিপ্ত।  রমাজানের ঈদের পূর্বে বিএনপি ঈদের পর সরকার হটাও আন্দোলনের কথা বললেও জনগণ তাদের এসব ধোকাবাজি বুঝে গেছে তাই তারা লজ্জায় এখন আর আন্দোলনের কথা বলেনা।
পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন শেষে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা চৌরস্তার মাথায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জাকির হোসেন ভূঁঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য আলী হোসেন চেয়ারম্যান,  উপজেলা ভাইস চেয়াম্যান নরুল ইসলাম হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়ার মিজানুর রহমান,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাতিসা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউনিয়ন পরিষদের চেরম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মোবারক হোসেন বাবুল, ভিপি ফারুক আহমেদ মিয়াজী, মুহিবুল আলম মজুমদার কানন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, জগন্নাথ দিঘি ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম,সাধারণ সম্পাদক মোল্লা আবুল কাশেম, সবুজ মজুমদার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top