সকল মেনু

গাজায় যুদ্ধ বিরতি নয়, বন্ধের দাবিতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলায় শিশু নারীসহ মানুষ হত্যার প্রতিবাদে ও যুদ্ধ বিরতি নয়, স্থায়ী ভাবে বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শপথ চত্তর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  ন্যাশনাল মিডিয়া রিপোর্টার্স ইউনিটি চাঁদপুরের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চাঁদপুরের কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের জনগন। প্রতিবাদ  সমাবেশে বক্তরা বলেন, এর আগেও ইসরাইল যুদ্ধ বিরতি দিয়ে আবার হামলা চালিয়ে বিশ্বাস ঘাতকতার পরিচয় দিয়েছে। এবার আবারও তারা এমনটিই করতে পারে। তাই যুদ্ধ বিরতি নয়, স্থায়ী ভাবে যুদ্ধ বন্ধের দাবি জানান বক্তারা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, ন্যাশনাল মিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক কে এম শাহেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top